শিবগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী প্রদান শেষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, ওসি আব্দুর রউফ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, মৎস্য কর্মকর্তা আব্দুস শুকুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা এস.এম. ছারোয়ার জাহান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, আব্দুর রাজ্জাক বেলাল।
অপরদিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, আওয়ামী লীগ নেতা খ.ম শামীম, হাবিবুল আলম, এমদাদুল হক এমদাদ, শাহাব উদ্দিন শিবলী, সোহেল আক্তার মিঠু, উপজেলা যুবলীগ নেতা শহিদুল শহিদুল ইসলাম শহিদ, কৃষক লীগ নেতা লুৎফর রহমান, শাহিনুর ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুর রহমান, শ্রমিক লীগ নেতা মাসুদ মিয়া, ছাত্রলীগ নেতা আবু রায়হান প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ