সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের দুই যুগ পদার্পণ উৎসব উদযাপন
শুক্রবার নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের দুই যুগে পদার্পণ উৎসব নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে দিনব্যাপী গৃহিত কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ও বই প্রদর্শণী, নিপাট আড্ডা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী।
অনুষ্ঠানে শুরুতেই কেক কেটে কর্মসূচির শুভ উদ্বোধন করেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী।
পরে দুই যুগ পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি উৎসব উদযাপন কমিটির আহবায়ক মো. শরিফুল ইসলাম সাজু।
সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের কার্যকরী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রেজা মাহমুদ ও সৈয়দপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া জাহান ঐশির যৌথ উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি সারোয়ার রহমান, সদস্য গোলাম রুবায়েত মিন্টু প্রমূখ।
আলোচনা সভা শেষে সতীর্থের সদস্য কামরুজ্জামান শাওনের নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, আবৃত্তি নৃত্য পরিবেশন করেন সংগঠনের সদস্যরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে মাঝেই চিত্রাঙ্কন ও চারুকলা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: