বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক অটল’র মৃত্যুতে প্রেসক্লাব ও বিইউজে নেতৃবৃন্দর শোক প্রকাশ
বগুড়া প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নর (ডিইউজে) সদস্য বীর মুক্তিযোদ্ধা দৈনিক করতোয়া ঢাকা অফিসের চিফ রিপোর্টার সৈয়দ আহমেদ অটল আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমৃত্যু প্রগতিশীল আন্দোলনের সহযাত্রী সৈয়দ আহমেদ অটলের মৃত্যুতে বগুড়া প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।
তাঁর মৃত্যুতে বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, এসএম কাওসার ও মাসুদুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাজেদুর রহামন সিজু, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ ঠান্ডা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক লতিফুল করিম, পাঠাগার সম্পাদক এইচ আলিম, নির্বাহী সদস্য আরিফ রেহমান, জেএম রউফ, ফরহাদুজ্জামান শাহী, আব্দুল মোত্তালিব মানিক, প্রদীপ ভট্টাচার্য্য শংকর, চপল সাহা, তানসেন আলম, নাজমূল হুদা নাছিম ও আব্দুর রহিম শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
একই সঙ্গে বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জেএম রউফ ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রানা অটল ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি