আদমদীঘিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত, আশ্রয় কেন্দ্রের উদ্ধোধন
“নারীর নসঅধিকার,সমসুযোগ,এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে দিবসটি পালনের লক্ষে এক র্যালী শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,মহিলা বিষয়ক অফিসার বরুন কুমার পাল,ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি প্রমুখ। অপর দিকে আন্তর্জাতিক সংস্থা ও হেল্প মিওয়েল ফেয়ার ট্রাস্ট উদ্যোগে নির্যাতিত,অবহেলিত ও অসহায় নারীদের জন্য দ্বিতল ভবন আশ্রয় কেন্দ্রের উদ্ধোধন করা হয়।
উপজেলা ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কাশিকালকুড়ি গ্রামে এই কেন্দ্রের উদ্ধোধন করেন আন্তর্জাতিক সংস্থা ও হেল্প মিওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুরাত ইসিক। উদ্ধোধন শেষে তিনি বলেন,এই আশ্রয় কেন্দ্রে সমাজের নির্যাতিত ও অবহেলিত,অসহায় ৮০ জন নারী থাকতে পারবেন। পাশাপাশি তাদের সাবলম্বী করতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। সংস্থাটি তুর্কি,জার্মান,বাংলাদেশমালি ও মরিতানিয়ার এই পাঁচটি দেশে এরকম কাজ করছে।
এসময় উপস্থিত,ট্রাস্টেরকর্মকর্তাএরহান,কেমাল,যানান,হায়েরিয়া,গ্রুলাই,আসিফুর,কাশেম,বাংলাদেশ প্রতিনিধিত্বকারী এনামুল হক,গনমাধ্যমকর্মী সাগর খান,নেহাল আহম্মেদ প্রমুখ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ