শিবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত
“শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা”, “নারীর সমঅধিকার সসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার তাহমিন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা। আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও জহিরুল ইসলাম, আইটিসি সহকারি প্রোগ্রামার মাহফুজার রহমান নয়ন, পল্লী ইউনিয়ন কর্মকর্তা হাশেম আলী, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, নারী উদ্যোক্তা সুমি আক্তার, জেমি আক্তার। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুর রউফ রুবেল, সোহেল আক্তার মিঠু, রবিউল ইসলাম রবি, সাজু মিয়া।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি