শাজাহানপুরে সুজাবাদ মাদ্রাসার নব-নির্মিত ভবন উদ্বোধন ও স্মরণসভা
বগুড়ার শাজাহানপুরে সুজাবাদ উত্তর পাড়া দাখিল মাদ্রাসার নব-নির্মিত ভবন উদ্বোধন ও মরহুম এস. জি. এম. আবু বক্কর সিদ্দিক মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১২ টায় প্রধান অতিথি হিসেবে নব নির্মিত ভবন উদ্বোধন করেন বগুড়া-০৭ (শাহজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য ডাঃ মোস্তফা আলম নান্নু।
পরে বাদযোহর মাদ্রাসা মাঠে স্মরণ সভা ও দোয়া মাহফিলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ-কমিটির অন্যতম সদস্য ও অত্র মাদ্রাসার সভাপতি সৈয়দ রিজভী আহমেদ ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার যুগ্নসাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু, শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
এসময় অংশনেন জেলা শিক্ষা অফিসার হযরত আলী,বগুড়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু,থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন,পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াসিন আলী,শাজাহানপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান,সকল মাদরাসার অধ্যক্ষ সহ অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ ছাত্র-ছাত্রী অভিভাবকমন্ডলী উপস্থিত ছিলেন।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি