বগুড়ায় ইজিবাইক চালক ঐক্য পরিষদের কমিটি গঠন
সবাই মিলে ঐক্য করি, চাঁদামুক্ত সড়ক গড়ি এই প্রতিপাদ্যে বগুড়ায় ইজিবাইক চালক ঐক্য পরিষদ শেরপুর রোড কলোনী শাখার কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে শহরে কলোনী জেলা শিক্ষা অফিস সংলগ্ন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক খোরশেদ আলম চাঁনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ এজাজুল হক ডনেল। বিশেষ বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সম্পাদক মাহবুবুর রহমান বাবু, কলোনী বাড়িওয়ালা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লায়ন খায়রুল আলম লাখিন, সাবেক ছাত্রনেতা রাশেদ হাসান রাহি, যুবলীগ নেতা আরমান হোসেন শাকিল, ওয়ার্ড যুবলীত নেতা জাহিদ হাসাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. সুমন মিয়া, কামরুল হাসান তন্ময়, মো. আবু সালেক, আব্দুস সালাম, বাবুল শেখ, আকরাম আলী, মাসুম, মোমিন, চাঁন মিয়াসহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইজিবাইক চালক ঐক্য পরিষদ সম্পন্ন চাঁদামুক্ত সংগঠন। এখানে কোন চাঁদাবাজদের স্থান নেই। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় সংগঠনটি আগামী দিনে ভালো কাজে চালকদের পাশে থাকবে।
আলোচনা সভা শেষে সকলের সম্মতিক্রমে মো. খোরশেদ আলম চাঁনকে সভাপতি, মো. রতন মিয়াকে সাধারণ সম্পাদক ও মো. সুমন আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ইজিবাইক চালক ঐক্য পরিষদ শেরপুর রোড কলোনী শাখার কমিটির গঠন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি