খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুর খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার খাতামধুপুর ইউনিয়নে অবস্থিত কলেজ মাছে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর - কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান এবং আমন্ত্রিত অতিথি ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সাবেক সভাপতি মো. জিয়াউর রহমান চৌধুরী। প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি এরশাদ আলী লেবু’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম।
প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক পরিতোষ রায়ের উপস্থাপনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খাতামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ।
শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৪৯টি ইভেন্টে প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এর আগে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীদের একটি মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, অভিভাবক ও প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমানসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: