হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা কর্মসূচির মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুরে “হৃদয়ে সৈয়দপুর” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত ৮ মার্চ (শুক্রবার) প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির মধ্যে ছিল আনন্দ র্যালি,আলোচনা অনুষ্ঠান, সম্মাননা প্রদান।
সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কের রেলওয়ে অফিসার্স ক্লাব মিলনায়তনে সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আকাশ সরদার।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবেল এর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছা. সবিয়া বেগম, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আফরোজা ইয়াসমিন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ ও সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান লেলিন,সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা কামাল, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, উপজেলা জাতীয় পার্টির (এ) আহবায়ক আলহাজ¦ মো. জয়নাল আবেদীন, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু, আওয়ামী যুব লীগের যুগ্ম-আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা ফিরোজ, বিশিষ্ট সমাজ সেবক রবিউল আউয়াল রবি, সংগঠনের উপদেষ্টা বুলবুল সরকার ও প্রতিষ্ঠাতা সোহেল রানা প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানের শেষে মানবসেবায় অসামান্য অবদান রাখায় হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের ২০ জন সদস্যকে সম্মাননা প্রদান ও ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে সংগঠনের ২০ জন নারী সদস্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও সংগঠন শাখাগুলোর সার্বিক কর্মকান্ড ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করা হয়েছে। এতে সংগঠনটির উপজেলার কামারপুকুর ইউনিয়ন শাখা প্রথম,বোতলাগাড়ী ইউনিয়ন শাখার দ্বিতীয়, সৈয়দপুর পৌর শাখা তৃতীয়, বাঙালীপুর ইউনিয়ন শাখা চতুর্থ, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন শাখা পঞ্চম এবং খাতামধুপুর ইউনিয়ন শাখা ষষ্ঠ স্থান লাভ করার গৌরব অর্জন করেছে। সংগঠনের এ সব শ্রেষ্ঠত্ব অর্জনকারী শাখাকে একটি করে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
এর আগে গত ৫ মার্চ হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি কেক কাটা হয়েছে। শহরের শেরে বাংলা সড়কে সৈয়দপুর শিল্প সাহিত্য সুপার মার্কেটের তৃতীয় তলায় সংগঠনের কার্যালয়ে ওই কেক কাটা হয়।
এর আগে বিকেল ৪ টায় সৈয়দপুর শহরের বিমানবন্দর সড়কের রেলওয়ে অফিসার্স ক্লাব চত্বর থেকে সংগঠনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি বের করা হয়। এতে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সকল সদস্যরা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: