সৈয়দপুরে অনলাইন কবিতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি ও স্বরচিত কবিতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ৯ মার্চ (শনিবার) বিকেলে সৈয়দপুর পৌরসভা কমিউনিটি সেন্টারে সৈয়দপুরে অনলাইন ফেসবুক গ্রুপ, সৈয়দপুর সিটি ২৪ ও অনলাইন কবিতা পরিষদের উদ্যোগে ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী- ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ ও সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন।
অনলাইন কবিতা পরিষদের আহবায়ক ও সৈয়দপুর সিটি ২৪ এর এ্যাডমিন মো. তৈয়বুর রহমান তামিম এর সভাপতিত্বে এবং শিক্ষিকা মোছা. শারমিন আক্তারের সঞ্চালনায় বিচারকমন্ডলী হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আতিয়ার রহমান, সৈয়দপুর সরকারি কলেজের বাংলা প্রভাষক কহিনুর বেগম ও পরেশ চন্দ্র দাস, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের বাংলা বিভাগের মো. সোহেল আরমান, দ্যা কাইটস্ একাডেমির কামাল আরজু।
অনলাইন কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠানে চারটি ইভেন্টে সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনলাইন কবিতা পরিষদ এর উপদেষ্টা সাংবাদিক মাসুদুর রহমান লেলিন ও অনলাইন কবিতা পরিষদের সদস্য সচিব সাংবাদিক শাহজাহান আলী সরকার পুরো অনুষ্ঠানটি তত্ত্বাবধায়ন করে।
কবিতা প্রতিযোগিতায় বিভিন্নভাবে সহযোগিতা ও উৎসাহ প্রদানের জন্য লায়ন্স স্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মসিউর রহমান, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহাবাত আলী সাব্বু, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, লক্ষনপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও অনলাইন কবিতা প্রতিযোতিার পুরস্কার বিতরন শেষে মুক্তিযুদ্ধের সময় সাহিত্যে ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান ময়নাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্পন্সর করার জন্য বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নোয়া গ্রুপের স্বত্বাধিকারী রাজ কুমার পোদ্দারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনলাইন কবিতা প্রতিযোগিতার স্পন্সরে ছিল নোয়া গ্রুপ, মিডিয়া পার্টনার ছিল দৈনিক তৃতীয় মাত্রা, সহযোগিতায় ছিলেন দ্যা কাইটস্ একাডেমী (আইএইচএফ স্কুল সৈয়দপুর ক্যাম্পাস) এর সকল শিক্ষক।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: