সৈয়দপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
রোববার নীলফামারীর সৈয়দপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস - ২০২৪ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন সৈয়দপুর দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ র্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ মাঠে “দুর্যোগের প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” দিবসের এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন এবং বিশেশ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম। সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েলের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মির্জা মো. আবু ছাইদ।
সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কুমার অপু বিশ^াসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র স্টেশন অফিসার মো. হামিদুর রহমান।
পরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়। সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা সহযোগিতায় সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদস্যরা ওই মহড়া প্রদর্শন করেন।
অনুষ্ঠানে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত থেকে আকস্মিক ভূমিকম্প ও অগ্নিকান্ড সংঘটিত হলে জানমাল রক্ষাসহ এতে আটকেপড়া ও আহত লোকজনকে কিভাবে উদ্ধারের নানা রকম কলাকৌশলা প্রত্যক্ষ করেন। শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিতে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষকা ও শিক্ষার্থীরা অংশ নেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: