শিবগঞ্জে জাতীয় দুর্যোগ দিবস পালিত
“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্য নিয়ে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর নির্দেশনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়।
রবিবার দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এর সার্বিক পরিচালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, নির্বাচন অফিসার শফিকুর রহমান আকন্দ, পরিসংখ্যান অফিসার আমিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহকারি প্রকৌশলী হাসান ওয়াদুদ, সহকারি প্রোগ্রামার আইসিটি মাহফুজুর রহমান নয়ন, ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স ইনচার্জ বেনজির আহমেদ। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, বেলাল হোসেন, শফিকুল ইসলাম শফি, প্রধান শিক্ষক জালাল উদ্দিন, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, সোহেল আক্তার মিঠু।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ