উত্তরা আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন তিনতলা ভবনের উদ্বোধন
নীলফামারীর সৈয়দপুরে উত্তরা আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন তিনতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (১১ মার্চ) সকালে উদ্বোধনী ফলক উন্মোচনের মধ্যদিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী ফলক উন্মোচন করে এর শুভ উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু ও উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জুন।
সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পৌর প্যানেল মেয়র -১ আলহাজ¦ মো. শাহিন হোসেন, প্যানেল মেয়র-৩ সবিয়া বেগম, স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. শওকত কবির, উত্তরা আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরশাদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। নতুন ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন শেষে সেখানে বিশেষ মোনাজাত করা হয়েছে
সৈয়দপুর উপজেলা প্রকৌশলীর এম এম আলী রেজা রাজু জানান, উত্তরা আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন তিনতলা ভবনটির নির্মাণকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং প্রত্যাশী সংস্থা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ভবনটি নির্মাণের চুক্তিমূল্য ছিল এক কোটি ১৪ লাখ ১৬ হাজার ৬৭৮ টাকা। নীলফামারীর হাজী মো. মিজানুর রহমানের মালিকাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান কেবিসি কনস্ট্রাকশন লিমিটেড এটির নির্মাণ কাজ সম্পন্ন করেছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: