আদমদীঘিতে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিরুল ইসলাম, প্রকৌশলী রিপন কুমার সাহা, পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মইন উদ্দীন, সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন, সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, আব্দুল হক আবু, গোলাম মোস্তফা, নাহিদ সুলতানা তৃপ্তি, উপজেলা পুজা উদযাপন পরিষদের সম্পাদক মিহির কুমার সরকার, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমুখ। এরপর উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সভায় পবিত্র রমজান মাসে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন রাখতে মনিটরিং ব্যবস্থা জোরদার করার পাশাপাশি আইন শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে গুরুত্বপূর্ন আলোচনা হয়।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ