বীরমুক্তিযোদ্ধা ও পৌর আ.লীগের সভাপতি আবুল কাশেম আর নেই
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.......রাজিউন)। দীর্ঘ দিন তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। গত রবিবার (১১ মার্চ) দুপুর ১ টা ২০ মিনিটে উপজেলার পৌর শহরের নতুন বাজার এলাকায় নিজ বাসবভনে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান। বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, ৩৮ বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খাঁন সাইফুল্লাহ্ আল মেহেদী বাঁধন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মাহামুদুর রহমান পিন্টু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদ এ্যাড. শেখ কুদরত-ই-এলাহী কাজল, সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক আবু, এরশাদুল হক টুলু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, সুমিনুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাবু, প্রচার সম্পাদক জি.আর.এম শাহাজাহান, উপ-প্রচার সম্পাদক মিহির কুমার সরকার, সান্তাহার পৌর প্যানেল মেয়র জার্জিস আলম রতন, পৌর আ’লীগ সম্পাদক জাহিদুল বারী, আ’লীগ নেতা রুকুনুজ্জামান রুকু, যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টি, সম্পাদক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক মশিউর রহমান সজলসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা শোক জানিয়েছেন। আজ মঙ্গলবার মার্চ সকাল ১০ টায় শহরের পৌর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ