সৈয়দপুরে এপেক্স গ্লোবাল ব্লাড ডোনেশন ডে পালিত
রোববার এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর উদ্যোগে এপেক্স গ্লোবাল ব্লাড ডোনেশন ডে পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের নতুনপাড়াস্থ দিল আফরোজা মেমোরিয়াল হাসপাতালে এক স্বেচ্ছা রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও দিল আফরোজা মেমোরিয়াল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. একেএম খায়রুল বাশার মানিক। এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি কথাসাহিত্যিক এপেক্সিয়ান মো. আকমল সরকার রাজু’র সভাপতিত্বে এ কর্মসূচিতে ক্লাবের সাবেক সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান আলহাজ¦ মো. জয়নাল আবেদীন, এপেক্সিয়ান সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান মুকুল, এপেক্সিয়ান আলিফ লায়লা, এপেক্সিয়ান আমিনুল হক চৌধুরী (আনু) ও এপেক্সিয়ান রবিউল ইসলাম রবি প্রমুখ উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: