পোরশায় রমজানকে স্বাগত জানিয়ে র্যালি
নওগাঁর পোরশায় আসন্ন রমজান মাসকে স্বাগত জানিয়ে র্যালি করেছে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার বিকাল সাড়ে ৫টায় র্যালিটি উপজেলা ইসলামী আন্দোলনের সারাইগাছী দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণক করে।
র্যালি শেষে সারাইগাছী বাজারে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা হুজ্জাতুল্লাহ শেখ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা কমিটির সাধারন সম্পাদক মাওলানা মামুনুর রশিদ শাহ্, সাবেক সভাপতি আলহাজ মাওলানা ওমর আলী, সদস্য মাওলানা আবুল কাশেম, আলহাজ মাওলানা ইউসুফ আলী ও আলহাজ মোজাম্মেল মাস্টার।
এসময় বক্তারা দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রন, দিনের বেলা খাবার হোটেল-রেস্তোরা বন্ধ, প্রকাশ্যে পানাহার বন্ধ, গান-বাজনা ও অশ্লীলতা বন্ধ এবং রমাজানের পবিত্রতা রক্ষার দাবী জানান। এসময় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :