শিবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও বিভিন্ন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসমলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশদে, পরিসংখ্যান কর্মকর্তা আমিরুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, সহকারি শিক্ষা কর্মকর্তা ওবাইদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিরুল ইসলাম, আনছার বিডিভি কর্মকর্তা মুঞ্জুরুল আলম, শিবগঞ্জ সরকারি মোজাফ্ফর হোসেন কলেজ উপাধক্ষ রফিকুল ইসলাম, চৌধুরী আদর্শ ডিগ্রী কলেজ অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, প্রধান শিক্ষক আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক বেলাল, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন শিবলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আক্তার মিঠু।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ