পঞ্চগড়ে সম্মাননা পদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পঞ্চগড় জেলার ১৫জন গুণীশিল্পীকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক’ দেয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মাননা দেয়া হয়। ২০২০,২১,২২ সালের কন্ঠ সংগীত,আবৃতি,নাট্যকলা,লোকসংস্কৃতি ও যন্ত্র সংগীত এই ৫ ক্যাডাগরিতে প্রতি বছর ৫জন করে মনোনীত মোট ১৫ জন গুণী শিল্পির হাতে এ সম্মাননা দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঈয়া মুক্তা। এসময় সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রেজিয়া ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির সহসভাপতি মিজানুর রহমান বাবলু। উক্ত অনুষ্ঠানে প্রত্যেক শিল্পিকে সম্মাননা,সনদপত্র,মেডেল ও নগদ অর্থ প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি