শাজাহানপুরে আবারও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হলেন ভিপি এম সুলতান
বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের আবারও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন প্যানেল চেয়ারম্যান -১ আলহাজ্ব ভিপি এম সুলতান আহম্মেদ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু পবিত্র ওমরা হজ্জব্রত পালনের কারণে দেশের বাহিরে ছুটিতে থাকাকালীন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়। উপজেলা পরিষদের এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এই বিষয়ে চিঠি ইস্যু করে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগে প্রেরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনে ভিপি এম সুলতান সকলের সহযোগীতা কামনা করেছেন।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :