সৈয়দপুরে আ.লীগের এক নেতার ব্যক্তি উদ্যোগে সড়ক সংস্কার কাজ শুরু
নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র হিটলার চৌধুরী ভুলু ব্যক্তিগত উদ্যোগে শেরে বাংলা সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। গত মঙ্গলবার সকাল থেকে শহরের তামান্না সিনেমা হল মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার খানাখন্দে ভরা সড়কের সংস্কার কাজ শুরু করা হয়।
বুধবার সরেজমিনে গোলাহাট এলাকায় গিয়ে দেখা যায়, বেহাল ওই সড়কের সংস্কারের জন্য ইটের খোয়া ও বালু পিকআপে করে আনা হচ্ছে। কেউ কেউ দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটিতে সৃষ্ট বড় বড় গর্তে খোয়া দিচ্ছেন। কেউবা আবার হাতুড়ি দিয়ে খোয়াগুলোকে ভেঙ্গে সমান করছেন। স্বেচ্ছাশ্রমে সকলেই আপন মনে সড়ক সংস্কার কাজে মগ্ন। তাদের লক্ষ্য ও উদ্দেশ্যে পবিত্র রমজান মাসে যেন ওই সড়কটি দিয়ে সব রকমের যানবাহন ও পথচারীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
সড়কটির সংস্কার কাজে স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসাস মো. রাজ, মো. শাকিল, মো. সামিউলসহ অন্যরা বলেন, এলাকার বড় ভাই হিটলার চৌধুরীর আহবানে সারা দিয়ে জনদূর্ভোগ লাঘবে আমরা স্বেচ্ছাশ্রমে সড়কটিরা সংস্কার কাজ করছি।
সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহনকারী সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র হিটলার চৌধুরী ভলু বলেন, দীর্ঘদিন ধরে সংস্কার ও মেরামতের অভাবে সড়কটির বেহাল অবস্থা। বর্তমানে খানাখন্দে ভরা সড়কটি দিয়ে যানবাহন চলাচল অনেক কষ্টসাধ্য ও জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বেশ কিছুদিন যাবৎ সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন পৌর মেয়রের কাছে এলাকাবাসী। একই দাবিতে সর্বস্তরের মানুষের ব্যানারে মানবন্ধন, প্রতীকী অনশনের মতো কর্মসূচি পালন করা হয়েছে ইতিমধ্যে। কিন্তু সড়কটি সংস্কার হয়নি। তাই আমি এলাকার মানুষকে একত্রিত করে সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। আমরা সবাই স্বেচ্ছাশ্রমে সাধ্য মতো যতটুকু পারছি সড়কটির বড় বড় গর্ত ভরাটের চেষ্টা করছি। যাতে করে অন্ততপক্ষে রমজান মাসে যানবাহন ও পথচারীরা সড়কটি দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারেন। তিনি পরিত্যক্ত খোয়া, বালু দিয়ে সড়কটির সংস্কার কাজে সহযোগিতার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
প্রসঙ্গত, নীলফামারীর প্রথম শ্রেণির ও প্রাচীনতম পৌরসভা সৈয়দপুর। বিগত ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর পৌরসভা ১৫টি ওয়ার্ড নিয়ে গঠিত। দীর্ঘদিন সংস্কার না করায় পৌরসভার এলাকার বেশিভাগ সড়কই বেহাল অবস্থা এখন। এর মধ্যে শহরের তামান্না সিনেমা হল মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার শেরে বাংলা সড়কটিতে খোয়া ও পিচ উঠে গিয়ে অসংখ্যক ছোট বড় খানাখন্দে পরিণত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: