সৈয়দপুরে রমজানজুড়ে বিনামূল্যে ইফতার বিতরণ শুরু
পবিত্র রমজান মাসজুড়ে নীলফামারীর সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে অসহায়, গরীব ও দুস্থ রোজাদারদের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। গত মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্বরে ওই ইফতার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত জেলা শাখার সভাপতি আলহাজ্ব গুলজার আশরাফির সভাপতিত্বে ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে আহলে সুন্নাতের সৈয়দ নেজাম শামসী, মাওলানা ইমরান আশরাফি, সৈয়দ আব্দুল্লাহ বাখশী, নাদিম আশরাফি, হায়দার এমাদী প্রমুখ।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত পৌর শাখার সাধারণ সম্পাদক খালিদ আযম আশরাফি পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আহলে সুন্নাতের খালিদ আজম আশরাফি জানান, বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির ফলে বিপাকে রয়েছে অসহায়,গরিব ও দরিদ্র মানুষেরা। প্রতি বছর আমরা এই মানবিক কর্মসূচি সফলভাবে করে আসছি। শুধু ইফতার নয়, কোন দরিদ্র মানুষ যদি সেহরির জন্যও আমাদের খবর পাঠান তাহলে আমরা সেহরির আগেই তাদের বাসায় সেহরি পৌঁছানোর ব্যবস্থা করবো।
তিনি জানান, আমাদের সংগঠনটি বিগত কয়েক বছর থেকে দরিদ্র রোজাদারদের ইফতার খাদ্য সামগ্রী ও সেহরির বিনামূল্যে সরবরাহ করে আসছে। তিনি পবিত্র মাসে এ কাজে সকলকে এগিয়ে আসারও আহবান জানান।
প্রসঙ্গত, আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর সাংগঠনিক জেলা, উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মাসব্যাপী বিনামূল্যে ইফতার ও সেহরি বিতরণ কর্মসূচি চলবে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: