চোপীনগর হাজী সমিতির উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
বগুড়ার শাজাহানপুরে চোপীনগর ইউনিয়ন হাজী সমিতির উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৫ মার্চ বড়পাথার স্কুল মাঠে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টি. জামান নিকেতা।
চোপীনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলুর পৃষ্ঠপোষকতায় এবং আব্দুল খালেক মঞ্জুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ভিপি এম. সুলতান আহমেদ, জেলা আওয়ামী লীগ সদস্য আব্দুল খালেক মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুলকার নাইম। প্রধান আলোচক ছিলেন হাফেজ মাও: মতিউর রহমান। হাজী সমিতির সেক্রেটারী মোজাফফর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে অংশ নেন মাও: আব্দুর রাযযাক বিন তমিযুদ্দিন, প্রধান শিক্ষক রেজাউল জামাল, সহ-প্রধান শিক্ষক নূরুল ইসলাম, আজিজুর রহমান, আওয়ামী লীগ নেতা এইচ কামাল জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজিজার রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বাচ্চু, রশিদ, যুবলীগ নেতা পলাশ, মোস্তাফিজার মহব্বত প্রমুখ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ