শিবগঞ্জে অবসর প্রাপ্ত শিক্ষকের সংবাদ সম্মেলন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের খাদইল গ্রামের আলহাজ্ব ফজলে রাব্বী ফারুক এর ছেলে অবসর প্রাপ্ত শিক্ষক ফখরুল ইসলাম শিবগঞ্জ প্রেসকাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
শুক্রবার লিখিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১২ শতক জমি রয়েছে। ওই জমির প্রয়োজনীয় কাগজপত্রাদিও আমাদের নামে রয়েছে। পার্শ্ববর্তী চকঝিনাহার গ্রামে আমাদের নিকটত্মম আত্মীয় আঃ রশিদ গত ২৫ বছর পূর্বে জমিটি ক্রয় করার জন্য আমাদের নিকট আসে। আমরা তার নিকট জমি বিক্রি করার জন্য প্রতিশ্রুতি দেই। কিন্তু ওই সময় তিনি আমাদের জমির মূল্য বাবদ যত সামান্য টাকা প্রদান করেন। অবশিষ্ট টাকা দেয় দিচ্ছি বলে কাল ক্ষেপন করেন এবং টাকা না দেওয়ায় জমিটি রেজিঃ দলিল করা সম্ভব হয়নি। শুধু তাই নয় আমাদের জমি রেজিঃ দলিল না করা সত্বেও উক্ত ব্যক্তি বসত বাড়ী নির্মাণ করে বসবাস করছে। বর্তমানে তিনি আমাদেরকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য থানা পুলিশসহ বিভিন্ন দপ্তরে মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ দাখিল করে হয়রানি করছেন। গত ২৫ বছর পূর্বে জমির সম্পূর্ণ মূল্য পরিশোধ করলে জমিটি দলিল সম্পাদন করা হতো কিন্তু তার গাফিলতের কারণে এ জটিলতা সৃষ্টি হয়েছে।
আমরা পুলিশ প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তের দাবী জানাচ্ছি।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ