সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক আব্দুল হামিদের ইন্তেকাল
নীলফামারীর সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারি শিক্ষক আব্দুল হামিদ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন) ।
রোববার সকাল পৌণে নয়টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, অসংখ্যক আত্মীয়স্বজন,শুভাকাঙক্ষী , বন্ধু-বান্ধব ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
রোববার সৈয়দপুর শহরের গোলাহাট ঈদগাহ্ মাঠে দুপুর ১২টায় এবং উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর সাতপাই গ্রামে বাদ জোহর তাঁর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে সহকর্মীরাসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, কাশিরাম বেলপুকুর চেয়ারম্যান মো. লানছু হাসান চৌধুরী প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: