সৈয়দপুরে বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু দিবস পালিত
রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখা। দিবসটি উপলক্ষে সংগঠনের উদ্যোগে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
“বঙ্গবন্ধুর স্বপ্ন ঘরে আনব হাসি সবার ঘরে” শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুর শহরের কলিম মোড়ে সংগঠনের নিজস্ব জেলা কার্যালয়ে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, বীরমুক্তিযোদ্ধা মির্জা সালাহউদ্দিন। এতে সভাপতি¦ করেন বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার সভাপতি মোছা. কাতেবুন্নেছা পারভীন।
অনুষ্ঠানে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম, মো. আমিরুজ্জামান ও এম আর আলম ঝন্টুসহ আমন্ত্রিত অতিথি, সুধীজন, শিক্ষক,সংস্কৃতিকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়াদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। একই দিন সংগঠনের সৈয়দপুর শাখার নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: