সৈয়দপুরে বিএমএ এবং স্বাচিপ এর উদ্যোগে জাতীয় শিশু দিবস পালিত
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) সৈয়দপুর শাখা ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে গতকাল ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে উল্লিখিত সংগঠন দুইটি যৌথভাবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর সহযোগিতায় চিকিৎসকদের ছেলেমেয়েদের অংশগ্রহনে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করে।
শহরের সাহেবপাড়ায় সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি ডা. একেএম খায়রুল বাশার।
বিশেষ অতিথি ছিলেন স্বাচিপ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সাবেক সভাপতি ডা. শাহ্ মো. মতিয়ার রহমান, স্বাচিপ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সাবেক সভাপতি ডা. শেখ নজরুল ইসলাম এবং বিএমএ সৈয়দপুর শাখার সাবেক সভাপতি ডা. আবু আহমেদ মুর্তজা।
বিএমএ সৈয়দপুর শাখার সভাপতি ও স্বাচিপ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. মাহবুবুল হক দুলাল এতে সভাপতিত্ব করেন।
বিএমএ সৈয়দপুর সাংঠনিক জেলা শাখার সদস্য ডা. তৌহিদা সিদ্দিকা রিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিএমএ সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক ডা. মো. আনিছুল হক। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ পিএলসি এর রিজিয়ন সেলস্ ম্যানেজার রওশন আলম প্রমুখ।
পরে চিকিৎসকদের ছেলেমেয়েদের অংশগ্রহনে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএমএ সৈয়দপুর শাখার ও স্বাচিপ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সদস্য সকল চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: