বঙ্গবন্ধুর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের ভালোবাসা জানালো এড. মামুন
বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন উপলক্ষে এতিম ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ভালোবাসা জানালো বগুড়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের সহ-সভাপতি এ্যাড. হাবিব হাসান মামুন। রবিবার দুপুরে বগুড়া সদরের শিববাটী মতিঝিল অন্ধ হাফেজিয়া লিল্লাহ বোডিং ও বহুমুখী এতিম খানায় ব্যক্তিগত উদ্যোগে মিষ্টি বিতরণ করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এতিমরা বিধাতার সবচেয়ে প্রিয়। আমাদের নবী হযরত মুহাম্মদ (স:) তিনি নিজেও এতিম ছিলেন। সকলেরই জানা এতিম শিশু রাস্তায় কান্নারত থাকাকালীন ঈদের নামাজ শেষে প্রিয় নবী বাড়িতে এনেছিলেন। এ গুরুত্ব অনুধাবন করে বগুড়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী এ্যাড. হাবিব হাসান মামুন বগুড়া সদরের শিববাটী মতিঝিল অন্ধ হাফেজিয়া লিল্লাহ বোডিং ও বহুমুখী এতিম খানায় যান ভালোবাসা বঞ্চিত এতিম ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে। যাদের কাছে ভালোবাসা শব্দটি ছিল অনেক আবেগ প্রবণ, কাছে পেয়ে ভেবেছে আমাদেরও পৃথিবীতে কেউ আছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বলতেন, ‘শিশু হও, শিশুর মতো হও। শিশুর মতো হাসতে শেখ। দুনিয়ার ভালোবাসা পাবে।’ আসলে বঙ্গবন্ধু ছিলেন শিশুর মতো সরল একজন, তার হাসিও ছিল শিশুর মতো; আর তাই সারা পৃথিবীর ভালোবাসা তার জন্য। বঙ্গবন্ধু এতিম ও দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের অনেক ভালোবাসতেন। সে ভালোবাসা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনে প্রাণে লালন করেন। এরই আলোকে সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকার বিভিন্ন কল্যানমূলক কাজ করছে। শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুর্নবাসন কেন্দ্র প্রতিষ্ঠা তার মধ্যে অন্যতম একটি কাজ। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাও এগিয়ে যাও, এদেশ এ জাতি তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা অবহেলিত নও। এদেশের উন্নয়নে তোমাদের অবশ্যই অংশিদারিত্ব রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ও তত্ত্বাবধায়ক মীর মোর্শেদ আলী, বগুড়া ওয়াইএমসিএ’র প্রেস সচিব আজাহার আলী।

প্রেস বিজ্ঞপ্তি