বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন পালন
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ এবং বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট এর যৌথ আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা, কেক কর্তন, শিক্ষার্থীদের চিত্রাংকন, কবিতা আবৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার শিক্ষা প্রতিষ্ঠানের উন্ম্ক্তু মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মদিনটিই আমরা জাতীয় শিশু দিবস হিসেবে পালন করে থাকি। বিশ্ব গণমাধ্যমের চোখে বঙ্গবন্ধু ছিলেন ক্ষণজন্মা পুরুষ। অনন্য সাধারণ এই নেতাকে ‘স্বাধীনতার প্রতীক’ বা ‘রাজনীতির ছন্দকার’ খেতাবেও আখ্যা দেয়া হয়। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালনের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরার উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া ওয়াইএমসিএ এর সহসভাপতি মিঃ সৌরভ বিশ্বাস, উপাধ্যক্ষ কাজী নাজনীন জাহান, সহকারি প্রধান শিক্ষক পারভীন আক্তার, বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ ভিভিয়ান রিওন মারান্ডীসহ প্রমুখ। অনুষ্ঠান শেষে বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি