সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করেছে নীলফামারীর সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। দিবসটি উপলক্ষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পরিচালিত ওই শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ ফজলুর রহমান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল এর সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক কুমার অপু বিশ্বাসের সঞ্চালনায় এতে অন্যান্যদের বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ফারুক আহম্মেদ, প্রভাষক আখতারুজ্জামান, সহকারি প্রধান শিক্ষক আতাউর রহমান ও সহকারি শিক্ষক রেজা মাহমুদ।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি। শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মাওলানা মো. সাইফুল ইসলাম দোয়া পরিচালনা করেন। এ সব কর্মসূচিতে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: