সৈয়দপুরে বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন
সৈয়দপুরে বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল শহরের নতুন বাবুপাড়া কলিম মোড়ে আনুষ্ঠানিকভাবে ওই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সেখানে এক উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বীরমুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সালাহউদ্দিন বেগ অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ওই কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি¦ করেন বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার সভাপতি ও সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষিকা মোছা. কাতেবুন্নেছা পারভীন। অনুষ্ঠানে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম, মো. আমিরুজ্জামান ও এম আর আলম ঝন্টু, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক কুমার অপু বিশ^াসসহ আমন্ত্রিত অতিথি, সুধীজন, শিক্ষক, সংস্কৃতিকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: