সৈয়দপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানের ৩৪ হাজার টাকা জরিমানা
নীলফামারীর সৈয়দপুরে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে খাদ্যদ্রব্য বিক্রয় এবং স্বাস্থ্যসম্মতভাবে খাদ্যদ্রব্য উৎপাদন,পরিবেশন এবং বিক্রয় নিশ্চিত করতে এক অভিযান পরিচালিত হয়েছে। এতে অপরিচ্ছন্ন, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, ব্যস্ততম রাস্তা দখল করে ইফতার সামগ্রী বিক্রির অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠান মালিকের ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার পবিত্র রমজান মাস উপলক্ষে শহরে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে খাদ্যদ্রব্য বিক্রয় এবং স্বাস্থ্যসম্মতভাবে খাদ্যদ্রব্য উৎপাদন, পরিবেশন এবং বিক্রয় নিশ্চিত করতে অভিযান পরিচালিত হয়। এ অভিযানকালে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের পাঁচমাথা মোড়ে (সোহেলরানা মোড়) অবস্থিত শাহী হোটেল ও ছামিদুল হোটেলে অপরিচ্ছন্ন, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশের খাবার তৈরি ও পরিবেশন এবং ব্যস্ততম রাস্তা দখল করে ইফতার সামগ্রী রেখে বিক্রি দায়ে এর মালিকের যথাক্রমে ১৫ হাজার টাকা ও ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও দোকানে পণ্য সামগ্রীর মূল্য তালিকা না টাঙানোর দায়ে উল্লিখিত এলাকার মোবারক স্টোরের মালিকের দুই হাজার টাকা ও শাহাবুদ্দিন স্টোরের মালিকের এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুল ইসলাম ওই জরিমানা করেন।
এ সময় সৈয়দপুর থানার অফিসার ইনচাজর্ (ওসি) মো. শাহা আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: