বগুড়ায় তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় তাঁতী লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা তাঁতী লীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করা হয়।
এরআগে এদিন সকালে শহরের টেম্পল রোড় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে সংগঠনের নেতাকর্মীরা। শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা তাঁতী সভাপতি মো. নুরুজ্জামান সোহেল। জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজনের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আপেল মল্লিক, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, আল আমিন হোসেন সুমন, উপ-প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রনি, শাহনেওয়াজ খান সুমন, ফাহিম শাহরিয়ার সাজিত, রিজভী আহম্মেদ, রাব্বি হোসাইন ও মো. শারুকসহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি