পার্বতীপুরের সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত ইউএনও'র মতবিনিময়
দিনাজপুরের পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকৃত ইউএনও। দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গত ১৮ মার্চ সোমবার নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন মোছাঃ ফাতেমা খাতুন। বুধবার (২০ মার্চ) বিকেল ৪ টায় তিনি তার নিজ কার্যালয়ে পার্বতীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তার সাথে ছিলেন, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক।
জানা গেছে,পার্বতীপুর উপজেলায় সদ্য যোগদানকৃত ইউএনও ফাতেমা খাতুন ৩৫ তম বিসিএস (প্রশাসন) এর একজন চৌকস অফিসার। তিনি কুমিল্লা জেলার অধিবাসী।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ