সৈয়দপুরে গরীব চিকিৎসা সেবা সংগঠনের আলোচনা সভা ও ইফতার মাহফিল
নীলফামারীর সৈয়দপুরে গরীব চিকিৎসা সেবা সংগঠনের এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) শহরের শেরে বাংলা সড়কের রেড চিলি রেস্টুরেন্টে ওই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরীব চিকিৎসা সেবা’র প্রধান উপদেষ্টা ও শহরের বিশিষ্ট চিকিৎসক ডা. শেখ নজরুল ইসলাম।
গরীব চিকিৎসা সেবা সংগঠনের সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা ডা. মো. রাইসুল কবীর।
আলোচনা সভায় তিনি মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে সংগঠনের বিগত দিনে পরিচালিত সার্বিক কার্যক্রমসমূহ তুলে ধরেন। সেই সঙ্গে সংগঠনের ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
শেষে এক বিশেষ দোয়া পরিচালনা করা হয়। সংগঠনটির উপদেষ্টা ডা. মো. রাইসুল কবীর দোয়া পরিচালনা করেন।
আলোচনা সভায় ও ইফতার মাহফিলে গরীব চিকিৎসা সেবা সংগঠনটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২০১৬ সালে নীলফামারীর সৈয়দপুরে গরীব চিকিৎসা সেবা সংগঠনটির আত্ম প্রকাশ ঘটে। শহরের এস আর প্লাজার দ্বিতীয় তলায় এইচ ব্লকে অবস্থিত সংগঠনটির প্রধান কার্যালয় থেকে এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আর প্রতিষ্ঠার গত আট বছর যাবৎ শহরের এই অরাজনৈতিক ও অলাভজনক সংগঠনের পক্ষ থেকে সৈয়দপুরের গরীব ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :