সৈয়দপুরে ইমিগ্রেশন সুবিধাসহ স্টপেজ চেয়ে রেলপথ মন্ত্রীর কাছে এমপি সিদ্দিকের আবেদন
আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেনের নীলফামারীর সৈয়দপুরে ইমিগ্রেশন সুবিধাসহ রেলওয়ে স্টেশনে স্টপেজের জন্য আবেদন জানানো হয়েছে। গত ৬ মার্চ রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. জিল্লুর হাকিম বরাবরে ওই লিখিত আবেদন করেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক।
রেলপথ মন্ত্রওণালয়ের মন্ত্রী বরাবরে করা আবেদনে বলা হয়, নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা এবং নীলফামারী জেলার মধ্যবর্তী স্থানে সৈয়দপুর রেলওয়ে স্টেশনের অবস্থান। এখানে রয়েছে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা। রয়েছে সৈয়দপুর বিমানবন্দর, সেনানিববাস, একটি সফল বিসিক শিল্পনগরী। সৈয়দপুরের অদূরে রেলওয়ে জায়গায় প্রতিষ্ঠা পেয়েছে উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)। বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়সহ বেশ কিছু অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান। সৈয়দপুর উপজেলা হলেও এখানে গড়ে উঠেছে অসংখ্যক ছোট, মাঝারি ও বড় বিভিন্ন ধরনের শিল্প, কল-কারখানা। এ সব নানা কারণে সৈয়দপুর শিল্প ও বাণিজ্য প্রধান এবং শিক্ষা নগরীর খ্যাতি পেয়েছে গোটা উত্তর জনপদে। এখানে বেশ কিছু সংখ্যক আমদানি ও রপ্তানকারক রয়েছে। সৈয়দপুর ব্যবসা বাণিজ্য কেন্দ্র হওয়ায় এসব আমাদানি ও রপ্তানিকারকসহ এখানকার ব্যবসায়ীরা ব্যবসায়িক কারণে পাশের দেশ ভারতে যাতায়াত করছেন প্রতিনিয়ত। তারা মূলতঃ বেনাপোল, হিলি ও বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতে যাতায়াত করে থাকেন।
কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ভারতের মধ্যে চলাচলকারী তৃতীয় ট্রেন মিতালী একপ্রেস ট্রেনটির ইমিগ্রেশন সুবিধা ও স্টপেজ নেই সৈয়দপুর রেলওয়ে স্টেশনে। যদিও মিতালী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে সৈয়দপুর রেলওয়ে স্টেশন হয়ে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি মধ্যে যাতায়াত করছে। তাই সৈয়দপুর তথা রংপুর বিভাগের আট জেলার মানুষকে মিতালী এক্সপ্রেস ট্রেনে ভারতে যেতে হলে সুদূর রাজধানী ঢাকায় গিয়ে টিকিট ও ইমিগ্রেশেন সুবিধা নিতে হচ্ছে। এতে করে তাদের অর্থ ও সময় দুটোরেই অপচয় ঘটছে। ফলে মিতালী এক্সপ্রেস ট্রেনে ভারতে যাতায়াতের আগ্রহ দেখাচ্ছেন না সৈয়দপুর তথা রংপুর বিভাগের মানুষজন। এমতাবস্থায় সৈয়দপুর স্টেশনে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেনটির ইমিগ্রেশন সুবিধাসহ টিকিটপ্রাপ্তি ও স্টপেজের বিষয়টি নিশ্চিত করা গেলে এ অঞ্চলের মানুষ যেমন সহজে ভারতে যাতায়াত করতে পারবেন, তেমনি ট্রেনটিতে যাত্রী সংখ্যাও অনেকাংশে বেড়ে যাবে। আর এ সার্বিক দিকগুলো বিবেচনায় নিয়ে গত ৬ মার্চ নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক সৈয়দপুর রেলওয়ে স্টেশনে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেনটির ইমিগ্রেশন সুবিধাসহ স্টেপেজের জন্য রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর বরাবরে একটি লিখিত আবেদন করেছেন।
রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী জিল্লুল হাকিম এমপি নীলফামারী-৪ আসনের সংসদ সদস্যের আবেদনপত্রটি গ্রহনপূর্বক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকে মার্ক করেছেন।
নীলফামারী- ৪ ( সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক সৈয়দপুরে রেলওয়ে স্টেশনে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেনের ইমিগ্রেশন সুবিধাসহ স্টপেজের জন্য মন্ত্রী বরাবরে আবেদন দেয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মন্ত্রী মহোদয় আমার আবেদনপত্রটি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহন করেছেন। সৈয়দপুর রেলওয়ে স্টেশনের গুরুত্ব অনুধাবন করে এখানে মিতালী এক্সপ্রেস ট্রেনের ইমিগ্রেশন সুবিধাসহ স্টপেজের সুবিধা দ্রুততার সঙ্গে মিলবে বলে আমি বড় আশাবাদী।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: