সৈয়দপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান/ বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ ষ্টাডিজ ও মুক্তিযুদ্ধ চারটি বিষয়ের ওপর বঙ্গবন্ধু মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সৈয়দপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯৮ জন শিক্ষার্থী বিষয়ভিত্তিক এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
প্রতিযোগিতায় নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. রুহুল আমিন গণিত ও কম্পিউটার বিষয়ে, মো. এবিএম গোলাপ বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে, মহিতুর রহমান ভাষা ও সাহিত্য, কুন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীজেন্দ্রনাথ রায় ভাষা ও সাহিত্য এবং নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরী বিজ্ঞান বিষয়ে বিচারকের দায়িত্ব পালন করেন।
সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক উপস্থিত থেকে প্রতিযোগিতার সার্বিক তদারকি করেন। এ সময় সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক লায়ন ফারুক আহম্মেদ, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। শেষে প্রতিযোগিতা ১৩জন বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: