সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণা
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে আলোচনা সভা, স্মৃতিচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৪ মার্চ) শহরের কয়ানিজপাড়াস্থ শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে ওই সব কর্মসূচী আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক লায়ন ফারুক আহমেদ।
অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সালাহউদ্দিন বেগ ও বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী মহান মুক্তিযুদ্ধ প্রেক্ষাপট সম্পর্কে স্মৃতিচারণা করেন। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাসের সঞ্চালনা আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল লতিফ প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে ২৫ মার্চ গণহত্যার শিকার শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: