সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও ইফতার মাহফিল
গতকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান চত্বরে ওই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের কিন্ডারগার্টেন শাখার সভাপতি কাজী মো. একরামুল হকের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল লতিফের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের প্রতিষ্ঠাতা সদস্য লায়ন আজমল হোসেন সরকার প্রমূখ।
এ সময় অন্যান্যদের প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ ফজলুর রহমান, সহকারী অধ্যাপক ফারুক আহমদ, সহকারি প্রধান শিক্ষক আতাউর রহমান, কিন্ডারগার্টেন শাখার উপাধ্যক্ষ ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সেক্রেটারি লায়ন জাবেদ আলী শেখ টিটু ও ট্রেজারার লায়ন রেজাউল হক, পৌর কাউন্সিলর লায়ন মো. জোবায়দুল ইসলাম মিন্টু,লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সদস্য প্রাক্তন সভাপতি লায়ন আতাহার হোসেন বাদশা, লায়ন কাজী মানিক আলম, লায়ন আবু নাসের বাবু চৌধুরী, লায়ন মো. মশিউর রহমান হেলাল, লায়ন গোলাম মোস্তফা মহব্বতসহ সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।
আলোচনাসভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। আলহাজ্ব মাওলানা ক্কারী মাকসুদুর রহমান দোয়া পরিচালনা করেন ।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: