সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
২৬ মার্চ সারাদেশে মতো নীলফামারীর সৈয়দপুর উপজেলায়ও যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন গৃহিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল প্রত্যূষে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়ানুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, মসজিদ,মন্দির,গীর্জা ও প্যাগোডায় ও অন্যান্য উপসানলয়ে বিশেষ প্রার্থনা, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
সকাল পৌণে নয়টায় শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন। এর আগে সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে বীরমুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি,বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান,স্কাউটস, রোভার স্কাউটস,গার্লস গাইড,কাবদল, রেড ক্রিসেন্ট সদস্য,শিশু কিশোর সংগঠনসমূহের সমাবেশ, কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজে অভিবাদন গ্রহন করেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন।
এ সময় অভিবাদন মঞ্চে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইসমাঈল ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহা আলম উপস্থিত ছিলেন। এরপর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: