বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের বিভিন্ন কর্মসূচি পালন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়া বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তির ফুলবাড়ি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, জেলা প্রশাসনের আয়োজিত কুচকাওয়াজ এ অংশগ্রহণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে প্রতিষ্ঠানের অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষদ্বয় দুলাল হোসেন, শফিকা আকতার, সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, জিয়াউর রহমান, আতাউর রহমান, সাইফুল ইসলাম, প্রভাষক আব্দুল হান্নান, আবু হাসান, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, আব্দুল মান্নান খান, জাহাঙ্গীর আলম, সহকারি শিক্ষক সনজিদা খানম, আরিফুর রহমান, মাহাবুব আলম, ইসাহাক আলী, বুলবুল আহমেদ, শাহিনুর ইসলাম, শিল্পী খাতুন, নুরুল হক, জহুরুল ইসলাম, প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি