শিবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শহিদদের স্মরণে শহিদ মিনারে বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। পরে শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজ মাঠে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে কুসকাআওয়াজ, সালাম গ্রহণ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
বিকালে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোস্তাফিজার রহমান, নব নির্বাচিত পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, ওসি আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ফকির, আব্দুর রাজ্জাক বেলাল, আব্দুল বারী। উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, সমাজসেবা কর্মকর্তা সুলতান মাহমুদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা হাশেম আলী, সহকারি প্রোগ্রামার আইসিটি মাহফুজুর রহমান নয়ন, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন শিবলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আক্তার মিঠু, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, বরিউল ইসলাম রবি, খালেদ হাসান, সাজু মিয়া প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ