সৈয়দপুরে আমরা বন্ধু সংগঠনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নীলফামারীর সৈয়দপুরে আমরা বন্ধু-২০০১ নামের সংগঠনের আলোচনা সভা, ইফতার মাহফিল, পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার শহরের বিমানবন্দর সড়কে ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টে আলোচনা সভা, ইফতার মাহফিল ও পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী আব্দুল্লাহ আকাশ। সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ. এ ইমরানুল ইসলামের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সাংবাদিক রেজা মাহমুদ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মোকছেদুল ইসলাম বিদ্যুৎ, বিজয় মুমার মজুমদার, ইসমত আরা ঝিনু, রোজিনা আকতার, মো. খালেদ আলী, মো. দানিশ আলম, হাসিনা পারভীন, মো. পারভেজ, ইকবাল, সেতারা পারভীন, মানিক, মো. নওয়াব খান প্রমূখ।
এ আয়োজন প্রসঙ্গে সংগঠনের সভাপতি আলী আব্দুল্লাহ আকাশ বলেন, ‘বন্ধুত্ব চিরদিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখেই এ ইফতার মাহফিল ও পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পর সকল বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা অনেক স্মৃতিচারণ করেছি, পুরনো দিনের স্মৃতিগুলোকে স্মরণ করেছি। আমরা বন্ধুত্বের বন্ধন ধরে রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবো।
উল্লেখ্য, নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে আমরা বন্ধু -২০০১ নামের সংগঠনটি।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: