সৈয়দপুরে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নুর-ই আলম সিদ্দিকী’র যোগদান
নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নুর-ই আলম সিদ্দিকী যোগদান করেছেন। তিনি গত বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে বিদায়ী ইউএনও মুহাম্মদ ইসমাঈল এর কাছ থেকে দায়িত্বভার গ্রহন করেন। তিনি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল এর স্থলাভিষিক্ত হলেন।
নবাগত ইউএন নুর-ই আলম সিদ্দিকী এর আগে নীলফামারী জেলার ডোমার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর গতকাল রোববারই তিনি প্রথম অফিস করেন।
ইউএনও নুর-ই আলম সিদ্দিকী ৩৪তম বিসিএস (প্রশাসন) ক্যাডারভূক্ত হয়ে প্রথম চাকরি জীবন শুরু করেন। তিনি দুই কন্যা সন্তানের জনক। তাঁর গ্রামের বাড়ি যশোর জেলায় বলে জানা গেছে। তিনি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: