বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বগুড়ায় সূর্যোদয় ব্যায়াম সংঘের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ বগুড়া শহরের মতিয়ার রহমান বার ভবনে ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রদান অতিথি ছিলেন বগুড়া বারের সভাপতি এড আতোয়ার রহমান খান মুক্তা। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু। সাংগঠনিক সম্পাদক এড আজাদ হোসেন তালুকদার এর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম, রোকোনুজামান মুন্সি, হায়দার আলী, জীবন নেছা, ডাক্তার বাহালুল আলম বাদল, রফিকুল ইসলাম, এড সফিউল ইসলাম রুবেল, ইসরাত হাজান শাপলা, হেলাল উদ্দিন, রোস্তম আলী, ইমামুল হক, আবু নাছের রানা, আঙ্গুরী বেগম, আব্দুল হক, এমএ আজিজ, হাসি, নাজমা আক্তার, তায়জুল ইসলাম, হরি বাহাদুর, সুরেন বাবু, বিমল কুমার, প্রদীপ, রনি দাসসহ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। শেষে শতাধিক অতিথি নিয়ে ইফতারে মিলিত হয় সদস্যগণ।

ষ্টাফ রিপোর্টার