হাকিমপুরে ঈদ উপলক্ষে অসহায়দের মাঝে অর্থ প্রদান
আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদুল ফিতর। ঈদকে ঘিরে দিনাজপুরের হাকিমপুরে অসহায়দের মাঝে ঈদ উপহার অর্থ বিতরণ করেন সমাজসেবক আমিনুল ইসলাম। প্রায় ৭০০ জন হতদরিদ্র এই অর্থ পায়, আগামীতে আর ৭০০ জনকে এই অর্থ দেওয়া হবে।
রোববার (৩১ মার্চ) দুপুরে উপজেলার ৩নং আলীহাট ইউনিয়নের মুনশাপুর হাইস্কুল মাঠে হতদরিদ্র ইউনিয়ন বাসীদের মাঝে নগদ অর্থ প্রদান করেন আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম একজন সমাজসেবক, হিলি নোভা ফার্নিচারের মালিক এবং আলীহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
এসময় উপস্থিত ছিলেন, আলীহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সহ ইউনিয়নের নেতাকর্মীরা।
সমাজসেবক আমিনুল ইসলাম বলেন, আমি আলীহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ল্ড সাধারণ সম্পাদক। আমি একজন ব্যবসায়ী। প্রতি বছর পবিত্র ঈদ আসলেই আমার ইউনিয়নের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায়। আমি যতটুকু সম্ভব ঈদ উপহার তাদের মাঝে দিয়ে থাকি। আজ ৭০০ জন হতদরিদ্রদের সেমাই-চিনি কিনার অর্থ প্রদান করলাম। সামনে ঈদের আগেও আরও প্রায় ৭০০ জনের মাঝে ঈদ উপহার হিসেবে এই অর্থ বিতরণ করবো।

মোসলেম উদ্দিন, দিনাজপুর প্রতিনিধিঃ