রাণীনগরে ঈদ উপহার সামগ্রী বিতরণ
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার লোহাচুড়া বেকার যুব সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে দেড় শতাধীক অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
লোহাচুড়া বেকার যুব সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জুনায়েদ রহমান চন্দন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সুম । অন্যদের মধ্যে রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদি মাসুদ,উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম,পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র ম্যানেজার ইমান উদ্দীন পাটোয়ারী,শফিকপুর বিএম কলেজের অধ্যক্ষ ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক হারুনুর রশিদসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান,প্রত্যেক ব্যক্তিকে সেমাই,চিনি,তেল,দুধ,লাচ্ছাসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।