প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৪ ১২:৩৮

নন্দীগ্রামে গাঁজার গাছ উদ্ধারসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৪

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
নন্দীগ্রামে গাঁজার গাছ উদ্ধারসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৪

বগুড়ার নন্দীগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ১টি গাঁজার গাছ উদ্ধারসহ জাকির হোসেন (৪৩) নামে ১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতে নন্দীগ্রাম থানার এসআই তারিকুল ইসলাম, নাজমুল হক, এএসআই মিন্টুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভাটরা ইউনিয়নের বিলসা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জাকির হোসেনের বসতবাড়ি থেকে একটি গাঁজার গাছ উদ্ধারসহ জাকির হোসেনকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত গাঁজার গাছটির উচ্চতায় প্রায় ৮ ফুট এবং ওজন ২কেজি ৮শ গ্রাম। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। থানা পুলিশ সোমবার তাকে বগুড়া আদালতে প্রেরণ করেছে।

অপরদিকে থানার এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের লুস্কুর গ্রামের দুদু মিয়ার ছেলে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী ফেরদৌস আলম মন্ডলকে গ্রেপ্তার করে। 

এ ছাড়াও গত বুধবার (২৭ মার্চ) রাতে বগুড়ার নন্দীগ্রামে টাকা চুরির মিথ্যা অপবাদে দুই কিশোরকে ভরা বাজারে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটে। এই ঘটনায় ওই কিশোরদের পরিবার বাদী হয়ে গত ৩১ মার্চ নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ করেন। নির্যাতনের শিকার দুই কিশোর হলেন উপজেলার তারাটিয়া এলাকার মুর্শিদুল ও ভাটরা গ্রামের সুমন। ৩১ মার্চ রাতে নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, নামুইট তিনমাথা বাজার এলাকার মৃত সিদ্দিক হোসেনের ছেলে নজরুল ইসলাম (৫৫), নামুইট চকপাড়া এলাকার ফেরদৌস আলীর ছেলে লিটন প্রাং কাচু (৩২)। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, বিভিন্ন মামলায় ৪জন আসামীকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছ।

উপরে