পঞ্চগড়ে প্রাক্তন বন্ধন ফাউন্ডেশনের খাদ্যে সামগ্রী বিতরণ
পঞ্চগড়ে অর্ধ শতাধিক গরীব, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীদের সংগঠন “প্রাক্তন বন্ধন ফাউন্ডেশন”। রবিবার (৭ এপ্রিল) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এসব পরিবারকে নগদ অর্থ সহ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন প্রাক্তন বন্ধন ফাউন্ডেশন এর উপদেষ্টা ও পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম বকুল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মুহাম্মদ জাকির হোসাইন, সোহলী মুন্নি, শামীমা পারভীন, মনোয়ারা সানু এবং প্রাক্তন বন্ধনের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন বন্ধন ফাউন্ডেশন এর সমন্বয়ক মোত্তাকিয়া আক্তার জাহান মুক্তা।
উল্লেখ্য, প্রায় অর্ধশত জন দুস্থ মহিলার হাতে ঈদ উপহার হিসেবে পোলাওয়ের চাল১ কেজি, সেমাই১ কেজি, চিনি ১ কেজি, আদা, রসুন, পেঁয়াজ,সোয়াবিন তেল ১ লিটার, গুঁড়াদুধ এবং নগদ তিনশত করে টাকা দেন।

পঞ্চগড় প্রতিনিধি