সৈয়দপুরের স্থানীয় শহীদ দিবস পালিত
১২ এপ্রিল নীলফামারীর সৈয়দপুরের স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ,শহীদ স্মৃতি অম্লানে পুষ্পার্ঘ্য অর্পণ, এক মিনিট নীরবতা পালন, সন্ধ্যায় শহীদ অম্লান মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা।
সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের জিআরপি মোড়ে শহীদ অম্লানে পুষ্পমাল্য অর্পন করা হয়।
শহীদ স্মৃতি অম্লানে পুষ্পস্তবক অপর্ণ করেন শহীদ সন্তানের সংগঠন প্রজন্ম ’৭১, রক্তধারা ’৭১, স্মরনিকা পরিষদ, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদ, বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা ও পৌর শাখা, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতি, উপজেলা পূজা উদযাপন পরিষদ. কুন্দল গীতা সংঘ, আর এল সেন্টার, সর্বদলীয় বাম ঐক্যসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
জাতীয় সংসদের নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য রাবেয়া আলীমের উপস্থিতিতে ওই পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজমল হোসেন, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত, সৈয়দপুর হিন্দু কল্যাণ পরিষদের সভাপতি বিশিষ্ট এ্যাডভোকেট বাবু তুষার কান্তি রায়, সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম, আ,শামীম, প্রজন্ম ’৭১ এর সভাপতি এ, এ এম মঞ্জুর হোসেন, রক্তধারা ’৭১ এর আহবায়ক মহসিনুল হক মহসিন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুজিবুল হক, স্মরনিকা পরিষদের সভাপতি সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, শহীদ মাহতাব বেগের সন্তান বীরমুক্তিযোদ্ধা মির্জা সালাহউদ্দিন বেগ, শহীদ সন্তান অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন, সাংবাদিক এম আল আলম ঝন্টু, সিপিবি উপজেলা শাখার সম্পাদক দেলোয়ার হোসেন জাবিস্কো, বীরমুক্তিযোদ্ধা, ১২ এপ্রিল শহীদ পরিবারের সন্তানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ স্মরণে সেখানে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সন্ধ্যা সন্ধ্যায় শহীদ অম্লান মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। রাত সাড়ে আটটায় শহরের শহীদ তুলশীরাম (টিআর) সড়কের হীরা লাল ঠাকুর বাড়ি কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে সৈয়দপুরের স্থানীয় শহীদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম সিদ্দিক।
প্রসঙ্গত, মহান স্বাধীনতাযুদ্ধে অবাঙালি অধ্যূষিত সৈয়দপুরে প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। কারণ অবাঙালি প্রধান শহর হওয়া এখানে স্বাধীনতাযুদ্ধের অনেক আগে থেকে বাঙালি অবাঙালির নেতৃত্বে কোন্দল ছিল। এ কারণে এখানে স্বাধীনতাযুদ্ধ শুরুর দুইদিন আগেই ২৩ মার্চ শুরু হয় প্রত্যক্ষ লড়াই। ওই দিন গভীর রাতে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ফলে পরিবার পরিজন নিয়ে সর্বস্ব ফেলে পালিয়ে অনেকেই আশ্রয় নেয় পাশর্^বর্তী গ্রামগুলোতে। তবে প্রাদেশিক পরিষদ সদস্য ডা. জিকরুল হকসহ অনেকে সে দিন শহরে আটকেপড়া বাঙালিদের ফেলে চলে যাননি। ২৫ মার্চ রাতে পাক সেনাদের একটি কনভয় ডা. জিকরুল হকসহ শহরের ১৫০জন বুদ্ধিজীবী, চিকিৎসক, রাজনীতিবিদ,সমাজসেবক,সংস্কৃতিজন, চাকুরিজীবীদের গ্রেপ্তার করে সৈয়দপুর সেনানিবাসে নিয়ে যায়। সেখানে তাদের আটকে রাখা হয়। দীর্ঘ ১৯ দিন ধরে সেখানে তাদের ওপর চলে নির্মম নির্যাতন। এরপর ১২ এপ্রিল তাদের নিয়ে যাওয়া হয় রংপুর সেনানিবাসের দক্ষিণে উপশহর নিসবেতগঞ্জ এলাকায় ঘাঘট নদীর বালুচরে। সেখানে তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে মেশিনগানের ব্রাশ ফায়ারে নির্মমভাবে হত্যা করা হয়। এদের মধ্যে ছিলেন তৎকালীণ প্রাদেশিক পরিষদ সদস্য ডা. জিকরুল হক, ডা. সামসুল হক, ডা. বদিউজ্জামান, ডা. এস এম ইয়াকুব, আইউব হোসেন, তুলশীরাম আগরওয়ালা, রামেশ^র লাল আগরওয়াল, যমুনা প্রসাদ কেডিয়া, রেলওয়ে কর্মকর্তা আয়েজ উদ্দিনসহ আরো অনেকে।